রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশনকে সংস্কার বিষয়ে বিএনপি সুপারিশ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ৬টি সংস্কার কমিশন করেছেন। কমিটিগুলো এখনও পূর্ণাঙ্গ হয়নি। কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে। সংস্কার কমিশনে আমরা কিছু সুপারিশ করব। তিনি বলেন, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। সবাই সমানভাবে অধিকার ভোগ করব। এখানে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবে না। গণ আন্দোলনের পরে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
বিএনপির এই নেতা বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। সালাহউদ্দিন বলেন, দেশে এখনও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় বসে আছে। তারা চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা করার জন্য। দেশের জনগণ তা মেনে নেবে না