জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে স্বারকলিপি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোসিং বাতিলের দাবিতে মানববন্ধন ও মৌলভীবাজার জেলা প্রসাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ। সোমবার (২৪ মার্চ ) সকালে ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপষ্টো বরাবর স্বারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। স্বারকলিপি শেষে বক্তব্য রাখেন-জাতীয় ইমাম সমিতি-সদর সভাপতি মো: আমিল ইসলাম চৌধুরী, মউশিক শিক্ষক সমিতি সভাপতিমো: ফয়তুল ইসলাম সিদ্দিকী, ফিল্ড সুপারভাইজার-সদর, জুলফিকার আলী বাবুল, কমলগঞ্জফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী,মডেল কেয়ার টেকার মৌলভীবাজার-সদর মো: নুরুল ইসলাম।বক্তরা বলেন- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পের জনবলকে রাজস্বকরণ ও আউটসোর্সিং এর আওতাধীন না করে প্রস্তাবিত ৮ম পর্যায় প্রকল্প অনুমোদন দিতে হবে। দেশব্যাপী প্রায় ৮০ হাজার শিক্ষা কেন্দ্র ও ২,০৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে এর কার্যক্রম মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় ৩১ ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত অত্যন্ত সফল চলমান রয়েছে। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বৈষম্যের স্বীকার হওয়া চাকুরীজীবী ও আমজনতার উপর জগদ্বল পাথরের মতো চেপে বসা বৈষম্যের অবসান হতে শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সাড়া দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দারিদ্র্য, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮০ হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্যতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং করা হয়নি। অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোর্সিং করার হীন চক্রান্ত করা হচ্ছে। যদি কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের ধ্বংস করা হয় তাহলে আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃংখলা দেখা দিতে পারে।

preload imagepreload image