পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম মিলন হোসেন (৪০)। তিনি পাবনা পৌরসভার শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার আয়ুব আলী খাঁর ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতের পরিবারের দাবি, মিলনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বজনদের বরাতে তিনি জানান, ইফতারের আগে মিলন হোসেন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর খবর আসে, তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ‘মিলনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

preload imagepreload image