নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল। একটি মহল দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ৫আগস্টের পর সংকটময় মুহুর্তে দেশের পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির তখন দেশ প্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরেছে। দেশের ক্লন্তিলগ্নে সেনাবাহিনী সাত আট মাস যাবত দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায় অবিচার বন্ধে, চাঁদাবাজী বন্ধে ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রনী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা সার্বভ্রোমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যারা সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারো ১/১১ফিরে আসলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দল গুলোর। দেশের মানুষ কোন ভাবেই আর একটি ১/১১ আনতে চায় না।
রোববার বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
