কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুস্টিত

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২১শে মার্চ রোজ শুক্রবার শহরের সার্কিট হাউজ সংলগ্ন হোটেলে মেজবানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কিশোরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহাবুবুল আলম নজরুল,, সহ-সভাপতি জহিরুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মো: মাসুদ মিয়া।
বক্তব্য কালে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজানের পবিত্রা রক্ষার এবং সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন বস্তুনিষ্ঠ ও সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে সঠিক সংবাদ উপস্থাপন করার জন্য।
সাধারণ সম্পাদক বলেন, কিশোরগঞ্জ মডেল প্রেস ক্লাব সুশীল সাংবাদিকদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে সাংবাদিকদের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা জাগ্রত থাকবে।
বক্তব্য শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে সকলের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

preload imagepreload image