বকশীগঞ্জে ৬ শতাধিক হাজীর সম্মানে হাজী ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুুুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রজমান উপলক্ষে মক্কায় হজ¦ করা হাজীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) উপজেলা হাজী ফাউন্ডেশনের আয়োজনে পৌর এলাকার মসজিদে নূর এ ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমান, হাজী ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক জুলহাজ মিয়া, উপজেলা হাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক , সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আলহাজ আমিনুল ইসলাম, আলহাজ হাসানুজ্জামান পলাশ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক হাজী অংশগ্রহণ করেন।
পরে দেশ-জাতি ও হাজীদের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ইমামবাগ দরবার শরীফের পীর ক্বারী মো. ইদ্রিস আলী।

preload imagepreload image