ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে দাবি করেছেন তাঁর বাবা। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তবে তাঁকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কেউ।
সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বাসায় এসে সাইদুলকে আটক করে নিয়ে যান। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।