প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর অনির্দিষ্টকালের রাঙামাটির পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভা শেষে প্রশাসনের আশ্বাসে পরিবহণ মালিক ও শ্রমিকরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জোন কমান্ডার লে. কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিক মালিক সমিতির নেতারা।
সভায় পরিবহণ মালিক ও শ্রমিক নেতারা তাদের দাবি উত্থাপন করেন এবং বাস-সিএনজি-ট্রাকের অনেক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তাদের উন্নত চিকিৎসাসহ গাড়ির ক্ষতিপূরণের জন্য দাবি জানান।
সভা শেষে জেলা প্রশাসক বলেন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাস-ট্রাকসহ যেসব পরিবহণ ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। সহায়তা প্রাপ্তির পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক শ্রমিকরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
তবে সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অববোধ চলমান রয়েছে। যা কাল শেষ হওয়ার কথা। অবরোধ ও ধর্মঘটের ফলে জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়ে মানুষ।