বাংলাদেশের সিনেমা হলে ‘টুইস্টার্স’

দীর্ঘ ২৮ বছর পর পর্দায় এলো আলোচিত ‘টুইস্টার’ সিনেমার স্বতন্ত্র সিক্যুয়েল ‘টুইস্টার্স’। প্রথম সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এরপর গত ৮ জুলাই লন্ডনের সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কয়ারে নতুন সিনেমাটির প্রিমিয়ার হয়। ১৯ জুলাই ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পায়।

১৬ আগস্ট ‘টুইস্টার্স’ মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। সিনেমাটি দেশে আনছে স্টার সিনেপ্লেক্স। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। জোসেফ কোসিনস্কির একটি গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস, গ্লেন পাওয়েল, অ্যান্থনি রামোস, ব্র্যান্ডন পেরেয়া, মাউরা টিয়ারনি, সাশা লেন প্রমুখ।

এরিমধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ছবিটি। পাশাপাশি বক্স অফিসেও আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে। ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি এ যাবৎ আয় করেছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার। ঝড় চেজিংকারীদের একটি দল, যারা ওকলাহোমায় একটি টর্নেডো প্রাদুর্ভাবের তদন্ত করতে যায় তাদেরকে ঘিরে আবর্তিত হয় ছবির গল্প। সে আঙ্গিকে ডিজাস্টার ঘরানার সিনেমা বলা হয় এটিকে।