সান্তাহারে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহারে নেশাজাতীয় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল হোসেন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে সান্তাহার হার্ভে স্কুলের সামনে রাস্তা থেকে বিক্রির সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল হোসেন আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মোঃ মিঠুর ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বেচাকেনার সময় শাকিল হোসেন নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার ও তার হেফাজতে থাকা ৫ পাতায় মোট ৫০ পিস ট্যাপেন্টাডর ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা রুজুর করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন।