‘রঘু ডাকাত’ আর কল্পনা নয়। ঘোষণার চার বছর পর অবশেষে আসতে চলেছে টলিউড সিনেমা ‘রঘু ডাকাত’। সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করবেন টলিউড অভিনেতা দেব। সিনেমার ঘোষণা হয়েছিল চার বছর আগে। তারপর নানা কারণে ‘রঘু ডাকাত’ সিনেমাটির মুক্তি পিছিয়েছে। ধ্রুব ব্যানার্জী পরিচালিত এই সিনেমাতে নামভূমিকায় অভিনয় করবেন দেব। টলিউডের অন্দরে শোনা যাচ্ছে, নির্মাতারা এই সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি শুরু করেছেন। পরিচালক এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে।
এই মুহূর্তে টিম সিনেমার লোকেশন রেকিতে ব্যস্ত। রাজ্যের একাধিক জায়গায় সিনেমার শুটিং হওয়ার কথা। তবে এখনও সব জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি সিনেমার কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘রঘু ডাকাত’-এর শুটিং। ‘রঘু ডাকাত’ দেবের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। অনুরাগীদের দাবি, অভিনেতা হিসেবে নিজেকে এখনও ভেঙে চলেছেন দেব। ‘রঘু ডাকাত’ তাঁর মুকুটে নতুন পালক হয়ে উঠতে পারে।
২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। সিনেমাতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকে নির্মাতারা এই সিনেমার কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে সিনেমার শুটিং শুরু হয়নি।
এই সিনেমাটি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন, ‘‘রঘু ডাকাত’-এর থেকে বড় মাস সিনেমা আর কী হতে পারে! সেই জন্যেই তো সিনেমাটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি।”