আলো ছড়ানো লুকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন

শরৎ উদ্‌যাপনে কাশবনে ঘোরাঘুরি আমাদের দেশে এই সময়ের ট্রেন্ড। আমাদের দেশে শরতের ‘কাশবিলাস’ চলছে পুরোদমে। এদিকে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে হেমন্ত বা পাতা ঝরার ঋতু ‘অটাম’। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কানাডা থেকে এসময়ে তাঁর বেশকিছু চোখজুড়ানো ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে ক্যাপশনে লেখা আছে, ‘স্বাগতম অটাম’।



মনোক্রমাটিক প্রথম লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন ওয়েস্টার্ন আউটফিট। অফ দ্য শোল্ডার ককটেল ড্রেস পরেছেন তিনি। পুরো ড্রেসটিই ডিজাইন করা হয়েছে কালো শিমারি নেট ফেব্রিকে। মাঝারি দৈর্ঘ্যের এই সুন্দর আউটফিটটির সামনের অংশে ফ্লোরাল সিকুইনের কাজ আছে, যা গর্জিয়াস একটা আমেজ দিয়েছে তাঁর লুকে। অভিনেত্রী পায়ে পরেছেন ম্যাচিং কালো হাই হিল আর সেজেছেন মিনিমাল মেকআপে। লাল লিপস্টিকের ক্ল্যাসিক লুকে বেশ সুন্দর লাগছে তাঁকে। কানে পরেছেন কালো পাথরের স্টাড। মাঝ সিঁথি করে ছেড়ে রেখেছেন চুল। আর মার্কিন ব্র্যান্ড রে-বেনের এভিয়েটন সানগ্লাস রেখেছেন সঙ্গে। সবশেষে লুককে আরও ফটোজেনিক করতে মেহজাবীন হাতে নিয়েছেন একগুচ্ছ সাদা টিউলিপ ফুল।

ওয়েস্টার্ন সব সময়ই গর্জিয়াস আমেজ এনে দেয় লুকে। কিন্তু স্পেশাল কোনো ইভেন্টে বাঙালি নারী কি শাড়ি না পরে থাকতে পারে? তাই তো অভিনেত্রী ফিল্ম ফেস্টিভ্যালের এই লুকে বেছে নিয়েছেন ক্রিম প্যাস্টেল শেডের টিস্যু শাড়ি। একরঙা এই শাড়ির পাড়জুড়ে রয়েছে সোনালি রঙের ছোট ছোট সিকুইন বসানো নিখুঁত কাজ। একই কাজ রয়েছে ফুলস্লিভ ও রাউন্ড নেকের ব্লাউজেও। ব্লাউজের সামনের অংশের পুরোটা জুড়ে আর হাতার বর্ডারের অংশে আছে সিকুইনের খেলা। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী এথনিক সাজেই নিজেকে উপস্থাপন করেছেন। মাঝ সিঁথি করে টেনে খোঁপা করেছেন আর কানে পরেছেন পাথরের দুল। তাঁর ন্যুড মেকআপে প্রকাশ পেয়েছে কাজল দেওয়া চোখের সাজ।