নতুন লুকে উত্তাপ ছড়ালেন ‘দুষ্টু কোকিল’

মিমি চক্রবর্তী বেশ আগে থেকেই তাঁর অভিনয়শৈলী, দারুণ ফিগার আর সুন্দর মুখশ্রীর জন্য সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। তবে বাংলাদেশের সিনেমার ইতিহাসের সব হিসাব এলোমেলো করে দেওয়া শাকিব খানের তুফান আসার পর থেকে মিমি যেন আমাদের বেশ কাছের মানুষ হয়ে গিয়েছেন।






টালিউডের এই সুন্দরী অভিনেত্রীর সামাজিক মাধ্যমে পদচারণা লেগেই থাকে অনুসারী ও ভক্তদের।সম্প্রতি দুটি বেশ আবেদনময়ী লুকে দেখা দিয়েছেন দুষ্টু কোকিল মিমি। পশ্চিমা আমেজের এই দুটি ভিন্নধর্মী সাজপোশাকে রীতিমতো উত্তাপ ছড়িয়েছেন এই টালিউড সুন্দরী।

প্রথম লুকে তিনি বেরি রঙা অফ দ্য শোল্ডার গাউন পরেছেন। এতে থাই স্লিট ডিজাইন দেখা যাচ্ছে। বেশ বড় ঘেরের নাটকীয় আমেজের এই মনোক্রোম গাউনটি। নেকলাইনের মাঝে ভি প্যাটার্নের স্লিটটি বেশ নজর কাড়ছে এই ডিজাইনে। চুলে হালকা করে নিচু পনিটেইল করেছেন মিমি এর সঙ্গে।

সাজে তেমন বাড়াবাড়ি নাই। একেবারে মিনিমাল ফিনিশের মেকওভার বেছে নিয়েছেন এই লুকের সঙ্গে মিমি। ন্যুড শেডের লিপকালার আর ব্রঞ্জ ও মভের সমন্বয়ে আই মেক আপ দেখা যাচ্ছে। ঘন মাসকারা আর টেনে দেওয়া আইলাইনারের সাজে মোহনীয় লাগছেন এই সুন্দরী অভিনেত্রী।

সাদা পাথরের এক লহরের মালা আর ছোট দুল মানিয়েছে খুব এই সাজপোশাকের সঙ্গে। সব মিলে অত্যন্ত আকর্ষণীয় লাগছে মিমিকে।

সিকুইনের এই অলিভ রঙা ককটেল ড্রেসটি আবার আরেক ঘরানার। এই পোষাকে মিমিকে দেখে দর্শকদের দুষ্টু কোকিল গানে তাঁর ঝলমলে সিকুইনের আউটফিটের কথা মনে পড়ে যাওয়ার কথা। এখানে ব্যাকলেস ডিজাইনের ড্রেসটি মিমির চমৎকার ফিগার ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে।

আবেদন যোগ করেছে নুডল স্ট্র্যাপ আর গভীর নেকলাইন। বডিকন কাটের ড্রেসের পুরোটাই বড় সিকুইন বসানো।

বাদামী হাইলাইট দেওয়া চুলগুলো সফট কার্লস করে ছেড়ে রেখেছেন এই অভিনেত্রী। শরীরের ওপরের অংশ ও মুখমন্ডলে একই রকম শিমার ফিনিশের মেকওভার করা হয়েছে। তবে তাতেও মিনিমালিজমের ছাপ স্পষ্ট।