ইবি প্রতিনিধি
স্বপ্নবিতান, ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ইবি পরিসর’–এর উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ফান্ডামেন্টালস অব রিসার্চ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনে ৪৩৫ নম্বর কক্ষে দুপুর ১টায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের লেকচারার সাব্বির আহমেদ। আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, ‘এটি একটি দারুন উদ্যোগ। আসলে যে যত ভাবতে পারবে,সে ততো ভালো রিসার্চ করতে পারবে। আজকের আয়োজনে মূল্যবান সময় ব্যয় করে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, এইরকম আয়োজন ভবিষ্যতে আরো আয়োজিত হবে।’
প্রধান আলোচক ড. মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা বিষয়ক কিছু দুর্বলতা রয়েছে। যেমন— অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে এখনো হাতে লিখে জমা দেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে। তাদের এসকল কাজ করার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হয়ে থাকে। ফলে লেখায় কপিরাইট ইস্যু ইত্যাদি সংক্রান্ত বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এক্ষেত্রে আমাদের আরো এগিয়ে যেতে হবে।’