অনাবিল ডেস্ক ::
স্বামী ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে এবার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি ছাড়লেন যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া। ট্রাম্পের ঘোষণার একদিন পর রোববার (১৯ জানুয়ারি) মেলানিয়ার এমন ঘোষণা আসে।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-পোস্টে মেলানিয়া তার নতুন ক্রিপ্টো কয়েনের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অফিসিয়াল মেলানিয়া মেমে লাইভে! আপনি এখন $MELANIA কিনতে পারেন।’
ডেক্সক্রিনারের তথ্য অনুসারে, মেলানিয়া তার কয়েন ছাড়ার পরই বেশ আকর্ষণ অর্জন করে। এটি ক্রিপ্টো-বাজারে প্রকাশের ৩০ মিনিটের মধ্যে ৪ বিলিয়ন ডলার বাজার মূলধন রেকর্ড করেছে।
এদিকে কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, আজ সোমবার দিনের শুরুতে ১৫ বিলিয়ন ডলার মূল্যের ‘ট্রাম্প মেমে’ ৫ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে।
মেলানিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, বাজারে সরবরাহের মোট ৩৫ শতাংশের মালিক তার টিম, বাকি সব বিনিয়োগকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে, ট্রাম্পের কোম্পানি সিআইসি ডিজিটাল এলএলসি প্রেসিদেন্টের এই মুদ্রা সরবরাহের ৮০ শতাংশের মালিক।
এর আগে গত শনিবার ট্রাম্প তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল এবং এক্স অ্যাকাউন্টে ক্রিপ্টো মুদ্রা চালুর ঘোষণা দেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আমার নতুন অফিসিয়াল ‘ট্রাম্প মেমে’ এখানে! আমার বিশেষ ট্রাম্প কমিউনিটিতে যোগ দিন। এখনই আপনার ‘$TRUMP’ (ট্রাম্প মেমে) বুঝে নিন। মজা করুন!
ট্রাম্পের ছেলে এরিক মেমে কয়েনের রাতারাতি সাফল্যের প্রশংসা করে এক্স-পোস্টে লিখেছেন, আমরা ক্রিপ্টোতে যা অর্জন করে চলেছি, তাতে আমি অত্যন্ত গর্বিত। এটি এখন বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মূদ্রা।
ঘোষণা দিয়ে ক্রিপ্টো বাজারে আসা ট্রাম্প একসময় ‘ক্রিপ্টো-সংশয়বাদী’ হিসেবেই পরিচিত ছিলেন। তবে নির্বাচনী প্রচারের সময় তিনি ইউ-টার্ন নেন। তিনি যুক্তরাষ্টকে ‘গ্রহের ক্রিপ্টো রাজধানী’ বানানোর আকাঙ্কা প্রকাশ করেন।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে ট্রাম্পের মনোনীত পল অ্যাটকিনস ক্রিপ্টো নিয়ে প্রেসিডেন্টের প্রচেষ্টার নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। তিনি একজন সুপরিচিত ক্রিপ্টো অ্যাডভোকেট।