ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনয়া মাদ্রাসার দাওরায়ে হাদীস ১ম বর্ষ, ইফতা, তাফসীর ও তাখাসসুস ফিল কাওয়ায়েদ এর ২০২৫ ইং সনের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর ছারছীনা জামে মসজিদে অনুষ্ঠিত এ সবক অনুষ্ঠানে সবক প্রদান করেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনয়া মাদ্রাসার সম্মানিত রঈস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
সবক প্রদান শেষে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ নসীহত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনয়া মাদ্রাসার নায়েবে রঈস আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. মাওলানা সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনয়া মাদ্রাসার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম প্রমূখ।