এবার ক্রিপ্টো-বাজারে ট্রাম্প, লাফিয়ে বাড়ছে ‘মেমে’ কয়েনের দাম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেমে’ কয়েন ক্রিপ্টো-বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলারের কাছাকাছি মূলধন রেকর্ড করেছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুই দিন আগে শনিবার ভোরে সোলানাভিত্তিক এই মেমে কয়েন উন্মোচন করা হয়।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, টোকেনটি ০.১৮২৪ ডলারের উদ্বোধনী মূল্য নিয়ে ট্রেডিং শুরু করে। তবে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে দাম বেড়ে ৮০০০% ছাড়িয়ে গেছে।

ডেক্সস্ক্রিনারের তথ্য অনুসারে, বাজারে ছাড়ার পর ৬৬ হাজারেরও এরও বেশি ক্রেতা এখন পর্যন্ত মেমে কয়েন কিনেছেন। সেই সঙ্গে ইতিমধ্যে ১৮ হাজার জন বিক্রয়ও করেছে। ক্রয়-বিক্রয়ের সঙ্গে তারল্যও বেড়েছে প্রায় ৩৮৮ মিলিয়ন ডলার।

এর আগে ট্রাম্প তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল এবং এক্স অ্যাকাউন্টে ক্রিপ্টো মুদ্রা চালুর ঘোষণা দেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আমার নতুন অফিসিয়াল ‘ট্রাম্প মেমে’ এখানে! আমার বিশেষ ট্রাম্প কমিউনিটিতে যোগ দিন। এখনই আপনার ‘$TRUMP’ (ট্রাম্প মেমে) বুঝে নিন। মজা করুন!

ক্রিপ্টো সম্প্রদায় প্রাথমিকভাবে ট্রাম্পের টোকেনের বৈধতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল। এটিকে সম্ভাব্য ‘হ্যাক’ বা ‘সামাজিক প্রকৌশল স্কিমের’ সতর্কতা হিসেবে বিবেচনা করা হয়।

ব্লকচেইন ইঞ্জিনিয়ার সাইগার (ছদ্মনাম) এক্স-এ লিখেছেন, ‘হয় এটি সর্বকালের বৃহত্তম সাইবার চুরি অথবা এটি বৈধ (ট্রাম্প এটি চালিয়ে যাবেন)। তবে যাইহোক, ট্রাম্পের পোস্টগুলো এখনো অনলাইনে রয়ে গেছে। সংশয়বাদ কমতে শুরু করেছে। টোকেনের দাম আরও উপরে উঠবে বলে মনে হয়।’

ঘোষণা দিয়ে ক্রিপ্টো বাজারে আসা ট্রাম্পকে একসময় ক্রিপ্টো-সংশয়বাদী হিসেবেই পরিচিত ছিলেন। তবে নির্বাচনী প্রচারের সময় তিনি ইউ-টার্ন নেন। তিনি যুক্তরাষ্টকে ‘গ্রহের ক্রিপ্টো রাজধানী’ বানানোর আকাঙ্কা প্রকাশ করেন।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে ট্রাম্পের মনোনীত পল অ্যাটকিনস ক্রিপ্টো নিয়ে প্রেসিডেন্টের প্রচেষ্টার নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। তিনি একজন সুপরিচিত ক্রিপ্টো অ্যাডভোকেট।