সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার সমুন্নত করা ও লালপুর উপজেলার কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরের সিংড়া বাজারের মুরগী হাটি রাস্তায় পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর আয়োজনে একটি মানববন্ধন হয়। পরে সংস্থার প্রধান কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার সমুন্নত করার বিষয়ে আলোচনা সভা হয়।
পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গফুর, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক, সাবেক প্রধান শিক্ষক মুঞ্জুর কাদির, সমাজ সেবক সাইদুর রহমান, আধিবাসী অভিভাবক শিল্পী রাণী এক্কা, শিক্ষার্থী লাবনী এক্কা প্রমূখ।