ঈশ্বরদী (পাবনা ) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল দল-ধর্ম মিলে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। কারণ দেশটি আমাদের সবার। যাতে দল-ধর্মের উর্ধ্বে উঠে মানুষ শান্তিতে ও সম্মানের সঙ্গে বসাবস করতে পারে। মানুষ যেন দু’বেলা শান্তির সঙ্গে খেতে পারে, রাতে ঘুমাতে পারে। আমাদের সন্তানরা যেন একটি নিরাপদ দেশ, সমাজ পায়।শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে পাবনা ঈশ্বরদীর মুলাডুলিতে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি আরো বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ সবাই মিলে গঠন করতে পারব। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজ করবে। ব্যবসায়ীর কাছে চাঁদাবাজ এসে কোনো চাপ সৃষ্টি করবে না।
ডা: শফিকুর রহমান বলেন, রাস্তা-ঘাটে কেউ ভিক্ষুকের মতো চাঁদা উঠাবে না। খাল-বিল, নদী- নালা দখল করবে না। আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। আমরা এমনি একটি মানবিক বাংলাদেশ চাই। এরকম মানবিক বাংলাদেশের জন্য আমরা সবার কাছে দোয়া, ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা কামনা করি। এমন একটি বাংলাদেশ কোনো একটি দলও একা পারবে না। কোনো মতের মানুষও একা পারবে না।
তিনি বলেন, আমাদের সন্তানরা দেশ-বিদেশ থাকে সবাই যেন সম্মানের সঙ্গে থাকতে পারে এমন দেশ গড়ার তৌফিক আল্লাহ যেন দান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, পাকশী ইউনিয়ন আমির ডা. ইমনুল কায়সার রাজ প্রমুখ।
এর আগে জামায়াত আমির সডক পথে চুয়াডাঙ্গা থেকে লালন শাহ সেতু পার হয়ে ঈশ্বরদীর পাকশী আসেন। তিনি লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজা মসজিদে মাগরিবের নামাজ আদায় এবং ইমামতি করেন। এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সঙ্গে কুশলাদি বিনিময় করে