ইবি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটির গঠন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি-২০২৪-২০২৫ বর্ষের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিজ্ঞাপ্তিতে স্বাক্ষর করেন শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সদ্য বিদায়ী সহ-সভাপতি আলী আরমান রকি ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিন্দ্য সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সায়েম আহমেদ মনোনীত হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ রবিউল ইসলাম রবি দায়িত্ব পেয়েছেন