বড়াইগ্রামে শিক্ষক-শিক্ষার্থীদের কলেজে যাতায়াতের রাস্তা অবমুক্তের দাবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বনপাড়া ডিগ্রী কলেজ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সরাসরি মহাসড়কে উঠার মত রাস্তা করার দাবি জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার তারা এ দাবিতে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে স্মারকলিপি দেন। এ সময় কলেজের সাবেক শিক্ষার্থী ও বনপাড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেমন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সরদার ও ছাত্রনেতা নাহিদ মোল্লাসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, ১৯৮৬ সালে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বনপাড়া কলেজটি স্থাপিত হয়। সে সময় নাটোর-পাবনা মহাসড়ক থেকে কলেজের মুলগেট পর্যন্ত নিজস্ব রাস্তা ছিল। কিন্তু কয়েক বছর আগে সে রাস্তা বন্ধ করে পৌর মার্কেট নির্মাণ করা হয়। এতে প্রবেশে অন্তরায় সৃষ্টি হওয়ায় ধীরে ধীরে শিক্ষার্থী কমে কলেজটি ঐতিহ্য হারাতে বসেছে। তাই অবিলম্বে খাদ্যগুদামের দেয়াল ঘেঁষে কলেজ পর্যন্ত নতুন একটি রাস্তা বের করার দাবি জানান তারা।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তাদের দাবিটি যৌক্তিক। এ ব্যাপারে ডিসি স্যারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।