অরক্ষিত রেলক্রসিং-এ মৃত্যু রোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যান পদে জনবল সংকটে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যু রোধে অটোমেটিক রেল ক্রসিং ” সুরক্ষা প্রজেক্ট” এর মাধ্যমে নতুন পরিকল্পনা তৈরী ও উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায় এবং রিয়া বিশ্বাসসহ অনেকে।

সোমবার (১৩ নভেম্বর ) খানসামা উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনের জন্য নিয়ে এসেছিল। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে হচ্ছে এই বিজ্ঞান মেলা।

আয়োজকরা জানায়, মোট ১৯টি স্কুলের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে এসেছে। এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে মঙ্গলবার শেষ হবে বিজ্ঞান মেলা।

অটোমেটিক রেল ক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী রিয়া বিশ্বাস পায়েল বলেন, সম্প্রতি রেল ক্রসিং-এ মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কিভাবে কমানো যায় সেই লক্ষ্যে এই প্রজেক্ট। এই প্রজেক্ট সরকারী ভাবে বাস্তবায়ন হলে আশাকরি মৃত্যুর হার কমবে। সে আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সাহায্যে এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে অরক্ষিত রেলক্রসিং-এ গেটম্যান ছাড়াই গেট বন্ধ ও খুলবে এবং সাইরেনও বাজবে। যেটি ইতিবাচক।