মাইলেজ যোগের দাবীতে রেলওয়ের পাকশী বিভাগীয় অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ


ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কার্য্যলয় ঘেরাও করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ের রানিং স্টাফ কর্মচারিরা সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে সমাবেশ শেষে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ করেন।

সমাবেশে বক্তারা রেলওয়ে রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানে ০৩/১১/২০২১ হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহারসহ নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারীর দাবী জানান।

এসময় বিক্ষুব্ধ রানিং স্টাফ কর্মচারি ট্রেন চালক, গার্ড, ও টিটিইরা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন। ওই সময়ের মধ্যে দাবী মেনে না নেয়া হলে ২৮ জানুয়ারী থেকে থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সমাবেশে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন, পাকশী বিভাগের আহব্বায়ক রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল প্রমূখ।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুন্ডু জানান, রানিং স্টাফ কর্মচারীরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন। আমি সেটা গ্রহন করেছি। আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আশা করি রেলপথ মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্মকর্তারা সমাধানের পথ বের করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১০৮ টি ট্রেন চলাচল করে। এরমধ্যে আন্তঃনগর ৫৪ টি, মেইল ৩৫ লোকাল ১৯ এবং মালবাহী ট্রেন চলাচল করে। ২৮ তারিখ হতে কর্মবিরতি শুরু হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে শিডিউল বিপর্যয়ের আশংকা রয়েছে।