বেনাপোলে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডেসহ সহোদর আটক

ইয়ানূর রহমান : ভারতে যাওয়ার পথে ঢাকা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে বেনাপোলে আটক হয়েছে । একই সাথে তার সহোদর ছাত্রলীগ নেতা সত্যজিত পান্ডেকে আটক করা হয়েছে।

পুলিশ জানান, তাদের দুই ভাই-বোনের নামে ঢাকা নিউ মার্কেট থানায় জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি-২৫) বিকেলে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাড়ি
দেওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়। আটককৃতরা হলো মাগুরা জেলার
সদর থানার সাতদোহা গ্রামের স্বপন পান্ডের মেয়ে ও ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক(ওসি-টু) ইব্রাহিম আহম্মেদ আটকের
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকার নিউ মার্কেট থানায় তাদের
বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট এন্ট্রিতে ইমিগ্রেশন সফ্টওয়্যারে বাঁধা
আসে। তখন তাদের সম্পর্কে বিস্তর তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুই ভাইবোনের
বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানা
পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশে হস্তান্তর করা হবে।

জানা যায়, এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।