দীর্ঘ ১৭ বছর পর বেড়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বেড়া (পাবনা) প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর পাবনার বেড়া পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার ফজলুর রহমান ফকিরের চাউল মিল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব , জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মন্টু খান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গ্রহণ শেষে সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন ইকবাল ৩৬২ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আকসেদ আলি ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদেএকাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় আলহাজ্ব ফজলুর রহমান ফকির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।#