চাটমোহর ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) রাতে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বালুচর খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়ারুল হক সিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় পাবনা-৩ এলাকার সাবেক এমপি আলহাজ্ব কে.এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমির আব্দুল হামিদ, জামায়াতে ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলাইমান হোসেনসহ ব্যবসায়ীরা বক্তব্য রাখে