ইবির সমাজকল্যাণ বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজকল্যাণ বিভাগ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বিভাগটির যাত্রা শুরু হয়। ক্লাস রুম সংকট, শিক্ষক সংকট ও সেশনজটসহ নানা সমস্যায় জর্জরিত বিভাগটি। এতে ক্ষুব্ধ হয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) প্রশাসনের সামনে অবস্থান নিয়ে বিভাগ সংস্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা, “অন্য বিভাগ স্বর্গ, সমাজ কল্যাণ কেন মর্গে, আমরা কেন অবহেলিত, শিক্ষকদের রোষানলে, আর না আর না, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, সেশনজট নিরসন করতে হবে করতে হবে” ইত্যাদি স্লোগান দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, সেশনজট ও ফলাফল প্রকাশে ধীরগতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে বিভাগে। বিভাগে বর্তমানে সাতটি ব্যাচের ক্লাস-পরীক্ষা চলমান। মাত্র একটি ক্লাসরুম এবং তিনজন শিক্ষক রয়েছেন। ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয় না। ফলে দীর্ঘ সেশনজটের কবলে বিভাগটির শিক্ষার্থীরা।

আন্দোলন থেকে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- প্রতিটি কোর্সের নুন্যতম ক্লাস নিতে হবে, তিন মাসের মধ্যে সেমিস্টার সম্পন্ন করতে হবে, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে, ক্লাস রুমের ব্যবস্থা করতে হবে এবং সেমিনার লাইব্রেরী বরাদ্দ দিতে হবে।

পরবর্তীতে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য বিভাগ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যান।

এবিষয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, বিভাগ সংস্কারের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হয়েছে।