এনামুল হক টগর
স্রষ্টার মহাপ্রেম বৃহৎ বিশাল চিরন্তন সালেক ক্ষুদ্র পিপাসায় কাতর মাশুক প্রেমে তৃষ্ণার্ত!
মহান রব মহাপ্রভু মহাদাতা এই সালেক নগণ্য দাস অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত!
আশেক সবর ধৈর্যের এক ক্লান্ত পথিক স্রষ্টা মুক্তিদাতা দরজা খুলে দাও শান্তির চাবি।
মানব হৃদয়ের গভীরে তোমার নূরের বাতি রহস্যময় সুরতে দীপ্ত প্রতিভাস প্রতিছবি!
সে বাতির ঐশ্বরিক প্রেমে আকাশ ছুঁয়ে যায় জমিন ছুঁয়ে যায় অন্তরে সমুদ্র মহানদী!
এই আশেক নবীর পবিত্র পায়ের ধূলি কণার চেয়েও অতি নগণ্য অতি ক্ষুদ্র বিনয়।
আত্মার গভীরে ওলির দৃষ্টি চেতনায় তোমাকে স্মরণ করি মহান স্রষ্টা মহাচৈতন্যময়!
আবেদ দাসকে সাক্ষাৎ দাও মহাপ্রভু দর্শন ছাড়া আমাকে মৃত্যু দিওনা জীবন্ত পরিচয়!
ছদ্মবেশী রহস্য থেকে আমাকে নূর দাও নফস বিদ্বেষ থেকে মুক্তির পরিশুদ্ধ রাস্তায়!
গুপ্তজ্ঞানে আমার প্রর্থনায় সারা দাও প্রভু কর্ণে বলে দাও তোমার গোপন ঠিকানা।
প্রেমময় আত্মার মাশুককে চিনতে পারলে নবীর প্রেম সুধায় রবের নৈকট্য চেতনা। জ্ঞানের চৈতন্যে তুমি আর আমি আলো ও আঁধারের বুকে অলৌকিক দিবারাত্রি!
পরষ্পর মিলেমিশে থাকি একাকার বৃহৎ সমগ্ৰের ভেতর বিপুল আলোর বাতি!
গভীর আঁধারে বসেছিলাম ধৈর্যশীল ধীরে ধীরে প্রভাত ভেঙে সূর্যের কিরণ আলো সুদূর!
হৃদয়ের প্রেম দিয়ে তোমাকে ভালোবাসি আধ্যাত্মিক প্রজ্ঞায় বাণী শুনি নির্মল!
জীবনের বিদায় নেই স্রষ্টার অবিচ্ছেদ্য প্রেমে আমাকে বেঁধে রেখেছো অনাদি সমুজ্জল!
আমার মৃত্যুর আগেই আমাকে মৃত্যুর স্বাদ দিয়েছো মৃত্যুঞ্জয় সত্যের পথে মিলন।
অধিকাংশ মানুষই রাতের আঁধারে ঘুমায় প্রেমিকরা জেগে থাকে অতিন্দ্রীয় স্বপ্নবান!
তৃঞ্চার্ত সাধকরা আত্মার সাথে কথা বলে নিরিবিলি দৃষ্টির বাহিরে মাশুক চৈতন্যে দর্শন।
১০/০১/২০২৫