অনাবিল ডেস্ক::
চলতি বিপিএলে বেশ ভালোই পারফর্ম করে যাচ্ছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল খান। আজ বৃহস্পতিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।
এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব
ফরচুন বরিশালকে আজ ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক তামিম আর নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতেই আসে ৮১ রান। শান্ত ৩০ বলে ৫ চার ১ ছক্কায় ৪১ রানে ফেরার পর তামিমও আউট হন ৩৪ বলে ৪০ রানে। তার ইনিংসে ছিল ৪টি চার এবং দুটি ছক্কার মার। এই ইনিংস খেলার পথেই তামিম মাইফলক ছুঁয়ে ফেলেন।
পাঠ্যপুস্তক থেকে বাদ সাকিব-সালাউদ্দিন-টেন্ডুলকার
ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে টি-টোয়েন্টিতে ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ।
সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট; কী হয়েছে চাহালের সংসারে?
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তামিম সবচেয়ে বেশি ৩ হাজার ৫৮৩ রান করেছেন বিপিএলের মঞ্চে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে বরিশালের হয়ে ৯৭৭ রান করেছেন। এছাড়া ১৭০১ রান করেছেন জাতীয় দলের হয়ে। এই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করেছেন ৬০৫ রান।