সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলার আতাইকুলা – ডেমড়া সড়কের ভবানীপুর তালতলা নামক স্থানে বুধবার দিবাগত রাত ১০ টার দিকে হোন্ডার নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের শিবপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মহিদুল ইসলাম মহিদ (২৪) আহত একই গ্রামের খলিলের ছেলে তাওহিদ।
স্থানীয়রা জানান, গত ৮ জানুয়ারী বুধবার রাত ১০ টার দিকে মহিদ তার প্রতিবেশী বন্ধুকে নিয়ে বাড়ী হতে ডেমড়ার দিকে যেতে উক্ত স্থানে হোন্ডার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই নিহত হয়। আহত তাওহিদের চিৎকারে
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে পাবনা মেডিক্যালে পরে অবনতি হলে রাজশাহী মেডিক্যালে ভর্তি করে।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল বলেন, রাতেই লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।