আমরা আলাস্কা ও মিনেসোটা রাজ্য কিনলে কেমন হয়: ট্রাম্পকে ডগ ফোর্ডের জবাব

অর্থনৈতিক চাপের মাধ্যমে বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্রও প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবারও ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেছেন ট্রাম্প। সেখানে কানাডার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে। কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে।

তবে ট্রাম্পের সাম্প্রতিক এসব মন্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও মিনেসোটা রাজ্য কিনলে কেমন হয়- এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রধান (প্রিমিয়ার) ডগ ফোর্ড।

ফোর্ড সাংবাদিকদের বলেন, কানাডা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। এটি কোনোভাবেই ওয়াশিংটনের শাসনের অধীনে আসবে না।

তিনি বলেন, আমি তাকে (ট্রাম্প) পাল্টা প্রস্তাব দেব। কেমন হয় যদি আমরা আলাস্কা কিনে নেই, একই সঙ্গে মিনেসোটা ও এর প্রধান শহর? সুতরাং আপনারা জানেন, এটা বাস্তবসম্মত নয়।

ফোর্ড মনে করেন, ট্রাম্প আসলে এ ধরনের মন্তব্য করতে পছন্দ করেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করার মতো প্রস্তাব নিয়ে মজা করতে পছন্দ করেন। তবে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান।

গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে ট্রাম্প বারবার কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি দাবি করেছেন, বেশিরভাগ কানাডিয়ান যুক্তরাষ্ট্রের অংশ হতে ভালোবাসেন।

মঙ্গলবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা তার উত্তরের এই প্রতিবেশীকে নিয়ন্ত্রণে নিতে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করতে পারে। তিনি কানাডার পণ্যের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। একই দিন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে একক রাষ্ট্র হিসাবে কীভাবে দেখতে হবে, তার মানচিত্র পোস্ট করেন।