ভুক্তভোগীরা প্রশাসনের পাইনি কোন সহযোগিতা ।
দিনাজপুর জেলা প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে ৮০ শতক জমি জোরপূর্বক স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মো: নুর ইসলাম গং দখলে নিতে লিজ কৃত পরিবারের চারজন মহিলা ও পুরুষকে হত্যার উদ্দেশ্যে আহত, থানায় জিডি করলেও প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীরা পাইনি কোন সহযোগিতা ।
দিনাজপুরের বীরগঞ্জ থানায় মো: ওমর ফারুক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সৈয়দপুর কল্যাণী গ্রামের বাসিন্দার দায়ের কৃত জিডি নং ১৯৮৯ সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সৈয়দপুর কল্যাণী মৌজার ১নং খতিয়ানের ২৩৯০ নং দাগের ৮০ শতাংশ লিজকৃত জমি আবাদ ও বসবাস করে আসছিল প্রতিবেশী মো: নুর ইসলাম গং জমিটি জবর দখোল করে নেয়ার চেষ্টার একপর্যায়ে জমির মালিক মোঃ ওমর ফারুক এর পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আহত করে , আহতরা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
বিষয়টি সুস্থ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের ।