অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের শহীদ আরিফ সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা বায়তুল ওয়াজেদ জামে মসজিদের সামনের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের নির্দেশে গৈলা ইউনিয়ন পরিষদের মাধ্যমে শহীদ আরিফ সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা বায়তুল ওয়াজেদ জামে মসজিদের সামনের সড়ক ৬ ফিট প্রশস্ত এবং ৪শ’ ফিট লম্বা সড়ক নির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হয়।
বহুল কাঙ্খিত সড়ক নির্মাণ উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, শহীদ আরিফ সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা সাহেব আলী সরদার, নুর মোহাম্মদ সরদার, যুবদল নেতা জয় মোল্লা, আবু সাইদ সরদার, রুহুল সরদার, সোহরাব হোসেন তোতা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মিঠু মীর, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন, সাংবাদিক এসএম শামীম, শিক্ষক শাকিল গাজী প্রমুখ।