আদমদীঘি গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৫ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি গো-হাট চত্বরে সাবেক প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আব্দুল জব্বার প্রামাণিকের সভাপতিত্বে ও কবির আহম্মেদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা ও কামরুল হাসান মধু প্রমুখ।
সভা শেষে আদমদীঘি উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ খন্দকার, সহ সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলফাজ হোসেন, দপ্তর সম্পাদক ইউনুছ আলী মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আকরাম হোসেন, ক্রীড়া সম্পাদক রাশেদুল, প্রচার সম্পাদক বকুল হোসেন, কার্য্য নির্বাহী সদস্য নাজমুল হক ও সুভাষ চন্দ্র সরকারকে শপথ বাক্য পাঠ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি সানোয়ার হোসেন।