নতুন বছরে বেড়ায় বই পেল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা

ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে পাবনার বেড়া উপজেলায় ১১২ টি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা
হয়েছে বলে বেড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক কাজী আফরোজা আজাদ বিউটি বলেন, তার স্কুলের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মোট ২শ ৩০
শিক্ষার্থীর মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন,
বেড়া উপজেলায় ১১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুল মিলে মোট ১৭০ টি বিদ্যালয়ে বুধবার দ্বিতীয় ও
তৃতীয় শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য শ্রেণির বই কয়েকদিনের মধ্যে
এসে পৌঁছাবে এবং বিতরণ কার্যক্রম চলবে।