আশরাফপুর মাসউদিয়া দারুচ্ছুন্নাত আলিম মাদ্রসায় শিক্ষার মান উন্নত চলছে ভর্তি

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের ভোলারচওড়ার আশরাফপুর মাসউদিয়া দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসায় শিক্ষার মান পুর্বের ন্যায় উন্নতমান শিক্ষা হচ্ছে। এখানে ছাত্রছাত্রী উন্নত লেখাপড়া অর্জন করে দেশের বিভিন্ন জায়গায় চাকুরী করে আসছে। মাদ্রাসাটি ১৯৭২ সালে স্থাপিত হয়। সেসময় হতে সুরক্ষিত ভাবে শিক্ষা চলছে। দক্ষ শিক্ষক দিয়ে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান। ফলে প্রতিবছর পরীক্ষায় ফলাফল ভাল অর্জন করতে পারে শিক্ষার্থীরা। তাই প্রতিবছরের ন্যায় চলতি বছের ছাত্রছাত্রী ভর্তি চলছে। মাদ্রাসার অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা সহকারী শিক্ষকদের নিয়ে পরিচালনা করে চলছেন। মাদ্রাসাটির পরিবেশও পুর্বের ন্যায় অনেক উন্নত হয়েছে।শিক্ষকরা ও সঠিক সময়ে উপস্থিতি ও প্রস্থান করে থাকে। ক্লাশ নিচ্ছেন নিয়মিত। এই মাদ্রাসার শিক্ষা ও পরিবেশের ন্যায় অন্যান্য মাদ্রাসাগুলো শিক্ষার মান উন্নত হলে ছাত্রছাতীরা সফলতা অর্জন করতে পারবে বলে মনে করেন স্থানীয়রা ও অভিভাবকগন।
মাদ্রাসার অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা ( ভারপ্রাপ্ত) বলেন, আমি সহকারীরা আমরা আমাদের দায়িত্ব পালন করে চলছি। যাতে ছাত্রছাত্রী ভাল ফলাফল অর্জন করে প্রতিষ্ঠিত হতে পারে।তিনি বলেন, প্রতিবছরের ন্যায় ভর্তি চলছে। ভর্তিকৃত ছাত্রীদের অনেক সুবিধা আমরা দিয়ে আসছি বাকী সব মহান আল্লাহ রাব্বিল আলামিনের৷ উপর ভরসা।