নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় মামলায় রিমান্ডে থাকা আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে আরেক আসামি আজমেরী ওসমানের আলোচিত টর্চার সেল ও লাশ গুমের জায়গা পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল।
আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরী ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন (টর্চার সেল) এবং শহরের চারার গোপ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল (যেখানে ত্বকীর মরদেহ পাওয়া গেছে) পরিদর্শন করা হয়। এ সময় শাফায়েতের উপস্থিতিতে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন র্যাবের কর্মকর্তারা।
ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যার আসামিরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ। আজ বুধবার দুপুরে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ। আজ বুধবার দুপুরেছবি: প্রথম আলো
র্যাবের তদন্ত দলে ছিলেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।
ত্বকী হত্যা মামলার তদন্তে গতি পেয়েছে উল্লেখ করে তানভীর মাহমুদ সাংবাদিকদের বলেন, মামলায় সম্প্রতি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, উইনার ফ্যাশন যেটা ছিল, সেটি এখন আর নেই। সেখানে আটতলা বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। যদিও এ–সংক্রান্ত তথ্য আগের তদন্তেও বিস্তারিত উল্লেখ করা আছে