বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিপন ফকির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদকে (জয়) আসামি করে আরেকটি হত্যা মামলা হয়েছে।
নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম গতকাল মঙ্গলবার বগুড়া সদর থানায় ১০৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলা করার তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে। মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে হুকুমের আসামি করা হয়েছে। এ নিয়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় ৬টি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।