বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
বকশীগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনভুক্ত জামালপুরের অনলাইন নিউজ পোর্টাল বাংলার চিঠি ডটকমের প্রকাশক মাইনুল ইসলাম মনু।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে মডেল মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, গণমাধ্যম কর্মী সরকার আবদুর রাজ্জাক, গণমাধ্যম কর্মী আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন।
এসময় ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সভাপতি অ্যাডভোকেট রাফিউল ইসলাম রাফি, ব্যবসায়ী বিজয় তালুকদার, শিক্ষক তৌহিদুজ্জামান তৌহিদ সহ উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রকাশক মাইনুল ইসলাম মনু বলেন, আপনারা দেশ নিয়ে কাজ করেন। আপনাদের দায়িত্ব অনেক। আপনারা কোন সময় কারো চাপে সংবাদ প্রকাশ করবেন না। সকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। এটাই আমাদের কামনা।