পাবনায় রাষ্ট্র সংস্কার সংলাপ অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা : মানবিক মর্যাদা, গণ অভ্যুত্থান ও গণ আকাক্সক্ষার লক্ষ্যে পাবনায় রাষ্ট্র সংস্কার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বেলা ৪টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা শাখার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প কল্যাণ ট্রাস্টি বোর্ডের গণবুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, পাবনা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক পাভেল হাসান জাহাঙ্গীর।
রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আর কে আকাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিব, আর রাজি, মাসুদ রানা খান, মাহমুদ জামাল কাদের, আলতাব হোসেন, মঞ্জু শেখ, আব্দুল মান্নান টিপু, আহমেদ ইসহাক, শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন