মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে হিজড়া ও হিজড়াদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কমিউনিটির নেতৃত্বে স্থানীয় অংশীজনদের সাথে এডভোকেসি সভা ২৯ ডিসেম্বর (রবিবার) বিকালে অনুষ্ঠিত হয়েছে আইসিডিডিআর,বি,মৌলভীবাজার অফিস, মিলনায়তনে। শ্রীমঙ্গল, ফিন্ড সুপার ভাইজার মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ মো: মামুনুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুরাদে আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা সুমন দেবনাথ, সিনিয়র স্টাফ নার্স কৃঞ্চা রানী দত্ত, আইসিডিডিআর,বি,মৌলভীবাজার সাব ডিআইসি ইনচার্জ পংকজ কান্তি শর্মা, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মাওলানা মাসুম আহমদ প্রমুখ। সভায় সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।