বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার থানায় অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশীদ পাপ্পু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করছেন।
প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে গত ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ফেসবুক পোস্টে (লিংক https://www.facebook.com/share/p/159a2iEiRp/) নানা কুৎসারটনা করা হয়েছে, যা তাদের তাদের নজরে আসে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ইতিমধ্যে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুক পেজে যে ঘটনা গুলো উল্লেখ্য করা হয়েছে সেখানে তার সম্পৃতার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর বলে উল্লেখ করেছেন। তাঁর জীবদ্দশায় অর্জিত রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে যে ফেসবুক পোস্ট দেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন আমি ও আমার দলের নেতাকর্মীরা ঐ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমরা সেগুলোর সমর্থনও করি না। মিথ্যা, বানোয়াট, আর মনগড়া তথ্য জাতীর সামনে গুজব হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে তারা বাংলাদেশ গুজবলীগে পরিনত হয়েছে। আমার বিরুদ্ধে এহেন পোস্টের মাধ্যমে তা আবারো প্রমাণ করলো।
উক্ত পোস্টে উল্লেখিত ২০ টি পয়েন্টে কোথাও আমার কোন সম্পৃক্ততা নেই। কেউ যদি তা প্রমাণ করতে পারে আমার সম্পৃক্ততা আছে তাহলে আর আমি রাজনীতি করবো না।

দীর্ঘ ১৭ বৎসর আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপরে যে অমানুষিক নির্যাতন-নিপীড়ন ও চাঁদাবাজি করেছে ৫ আগস্ট ২০২৪ এর পট পরিবর্তনের কারণে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আরো উল্লেখ করেন আমার সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে লালপুর উপজেলা প্রশাসনের সাথে থেকে মানুষকে ধ্বংসত্ব কার্যক্রম থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সফল হয়েছি।
মানহানীর দায়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা রুজু করাও সময়ের দাবি বলে মনে করি। আমার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কুৎসারটনার ঘটনায় আমার দীর্ঘ দিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে আওয়ামী লীগের উক্ত ফেসবুক পোস্ট দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এ ঘটনায় বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু শনিবার (২৮ ডিসেম্বর) লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সাগরের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।