এনামুল হক টগর
জন্ম থেকে বিপ্লবী জীবন ছেলেবেলার পাঠশালায় দাঁড়িয়ে সাম্য সমতার আহবান-
বালুকাবেলার কোমল স্নিগ্ধ বৃক্ষের সবুজ পাতা শিশিরে ভেজা শিউলি আভরণ।
শুভ্র শাপলার পরাণ কাড়া হাসি প্রেয়সির গানে ফিরে এসো সময়ের দীপ্ত জাগরণ!
রাখালের মাঠে সোনালী সমারোহ ব্লাকবেরি বাঁধা কপি বরই আমলকীর মিষ্টি ঘ্রাণ।
জলপাই যগডুমুর চালতা করমচা তালের রসে ফিরে এসো দিওয়ানা প্রেমিক নয়ন।
মুক্ত আকাশ রাঙা চাঁদ নক্ষত্র খোঁজে সুগন্ধি বকুল ঝরে পড়ে কাঁঠাল অমৃত সুধা!
ভাদ্র আশ্বিনে ফিরে এসো মাঝি ভাটিয়ালী গানে কবিতার পণ্ডুলিপি বিরহের সাধ।
গাজর পালং লেটুর মূলা পেয়াজ সরিষা হলুদ দেশপ্রেমে মাটির শৈশব সরল দিন।
শুভ্র মেঘের ভেলা ক্ষণে ক্ষণে রূপ বদলায় হিমায়লে শিশিরে ঝর্ণার নদী প্রবাহমান!
নাফ নদীর বুকে বলাকা উড়ে সাগরে হালকা ঢেউ সেন্টমর্টিন দ্বীপে ভ্রমণ স্বজন।
সূর্যদোয় মধুমতী ভৈরব আড়িয়াল খাঁ বুড়িগঙ্গা ইছামতী জাগো হৃদয় প্রেম বন্ধন।
কৃত্তিকা আদ্রা তারকারাজি জ্বলে কার্তিক অগ্রহায়ণে ফিরে এসো রস পিঠা পাকান।
হেমন্তের বাতাস শীতের অনুভূতি মল্লিকা হাসনা হেনার সৌন্দর্যে প্রকৃতির যৌবন।
রকমারি মুখরোচক খাদ্য কুটুম পড়শী নিমন্ত্রণ ধান কাটা মাড়াই সেদ্ধ রোদে উঠান।
ফলের গুণাগুণ কামরাঙা নারিকেল চিরচেনা গাঁয়ের জনপদে ইতিহাস ভালোবাসা রঙিন।
খেজুর রস পায়েস পিঠা পরিযায়ী পাখি পৌষে মথুরা মেলায় ঢেঁকির শব্দ শুনি।
উড়ন্ত কাকের ডাকে চিলের পাখা দোলে জীবন ছুটোছুটি সমুদ্র তুফান গর্জন।
রোমান্টিক পৃথিবীর বুকে ছোট বিল বড় বিল নদীতে বাউতের উৎসব ধ্বনি শুনি।
কই মাগুর শিং শোল টাকি বোয়াল বাইম পুটি খয়রা খেলা করে পানি থৈ থৈ ছল।
গুয়াখাড়া ইস্টিশনে রঙের মেলায় ফিরে এসো ছোটবেলা স্মৃতি আলিঙ্গন করি নিরিবিলি।
ফিরে এসো গন্ধরাজ হিমঝুরি কামিনী রাজ অশোক ছাতিম সোনাপাত পারুল কাঞ্চন।
কোথায় বকফুল ঝিঙে ফুল সূর্যের মিষ্টি রোদ শ্রমজীবীর সুষমবন্টন স্বপ্ন সংসার।
ঘন কুয়াশার আবহে সেই রাত ফিরে এসো সড়কে বাতি জ্বালাই যানবাহন চলাচল সুদূর-
কৃষকের জমিতে আমন আউস বৈচিত্র্যে বাউলের গান শুনি কেমন আছো সখি পরাণ।
প্রকৃতির পুষ্প উদ্যানে কোকিল ডাকে ঋতুচক্র বসন্ত রাঙা দক্ষিণ মলয়ে ভরা যৌবন।
সৌন্দর্যের স্পর্শে ভাবুক কবি কবিতা লেখে ফাগ্লুন গন্ধ ছড়ায় টগর পলাশ গন্ধ বর্ণ!
বৃক্ষের ব্যথায় রিক্ত ঝরাপাতা ডাকে পূর্বাভাস বাহারি কচি পাতার আহবান।
ফিরে এসো ইতিহাস ন্যায়পরায়ণ লড়াইয়ে আসন্ন মহা-শান্তির দেশে মহামিলন।
শুকনো ভূমির বুকে মসৃণ ঘাস লাল হলুদ বাংলার মাঠে ঘাটে অপার সৌন্দর্য অরণ্য।
দিগন্ত মৃত্তিকায় ফসলের খেত মুকুল মুঞ্জরি পাতায় পাতায় রঙের অনুপম বিস্তৃত পরাণ।
গাছগাছরার বুকে ভ্রমরের গুঞ্জন পাপিয়ার পিউ পিউ মমতার প্রীতি আপনজন।
দোয়েল পাখির বিপ্লবী গানে ফিরে এসো প্রগতি সামনে যুদ্ধ বিপ্লবী জীবনে রণাঙ্গন।
শেষ বিকেলের গোলাপি আভায় ফিরে এসো সন্ধ্যা তারা ঝলমল রাতের দীপ্ত জোনাকি।
নববধূ মহুয়া মালা গলে ফিরে এসো গাঁয়ের প্রাণবন্ত গরুগাড়ী যাদুর প্রেমে দুটি আখীঁ।
গুন গুন মৌমাছির সুমিষ্ট মধুর ঘ্রাণে অলি বাসনায় ফিরে এসো প্রজাপতি রঙিন!
শিমুল শাপলা কৃঞ্চচূড়া অশ্বত্থ শাখায় কুহু কহু চৈত্রে ফিরে এসো প্রিয়তম বিরহিণী।
বাংলার বাউরি বউ কথা কও গাছে গাছে নব সাজ ফুলে ফলে ফিরে এসো পল্লবিত।
এসো গ্রামের পথে পথে ভূমির স্থিতি বন্টন করি বাঁশির সুর মহাজীবনের গান সম্মেলিত।
নবীন কচি কিশলয় ডাকে ফিরে এসো অনাগত শীত গ্রীষ্ম বর্ষা একত্রে মিলিত।
২৫/১২/২০২৪