বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের লাশ উত্তোলন

ওসমান গনি,বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার প্রায় পাঁচ মাস পর পাবনার বেড়ায় খোকন (১৭) নামে এক কিশোরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোরশেদুল ইসলামের উপস্থিতিতে বেড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেন।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওলিউর রহমান এ প্রতিবেদককে বলেন , নিহত খোকন আশুলিয়ায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন এবং ওই এলাকার মাদ্রাসার ছাত্র ছিলেন। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে নিহত হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ময়নাতদন্তের জন্য খোকনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত খোকন বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের লেওলাই পাড়া গ্রামের আজিজুল সরদারের ছেলে।