এনামুল হক টগর
শেষ রাতের পূর্বাভাস সূর্য কিরণ সকালের চেতনায় নতুন উত্তরসূরীর আগমন বিশ্বাস।
ভাঙা হৃদয়ের প্রেম থেকে দৃঢ় দীপ্ত সময়ের পরিবর্তন সংস্কারের সুসংবাদ আভাস।
গুপ্ত তত্ত্বজ্ঞানে প্রবাহমান বাতাস ভূমির স্থিতি বন্টনে কিছু বলতে চায় উত্তরসূরীর ভবিষ্যৎ!
অনাগত দেশপ্রেমিক মনোযাগ কর্ণে শোন অতন্দ্র কর্মজীবীর সেবা উন্নয়ন প্রগতি।
চারিদিকে দারিদ্র্য ক্ষুধা পৃথিবীর সাহসী মানুষ দৃঢ বিপ্লবী সুষমবন্টন সমাজ দাবি।
জগত জুড়ে অপকর্ম সহসা যুদ্ধ লুটেরাদের প্রসাদ ভেঙে উত্তরসূরীদের বিজয় গৌরব।
কালো আঁধারের বুকে আর্দশ শান্তির আলো জ্বালবে ভবিষ্যৎ বংশধরদের জ্ঞানের বাতি!
হে অনাগত উত্তরসূরী জন্মের বিপ্লবে সত্যের কাছে গিয়ে দাড়াও সৌন্দর্যের স্বদেশ প্রকৃতি!
দীর্ঘ উজানের মাঝি তরীতে বৈঠা মারো প্রগতিশীল চৈতন্যে বহমান মহাকালের গতি ।
স্বার্থপর সত্তার কঠিন আমিত্ব ভেঙে সমাজ প্রত্যাশার সেবায় জেগে ওঠো সাহসী বীর।
মৃত্তিকার বুকে স্বনির্ভর কর্মের আলো জ্বালাও প্রভাত পাখির বিপ্লবী গানে সমাজ দীপ্তকর।
দেশপ্রেমের গভীরে বিনয় ভদ্রতার প্রজ্বলিত শিখা জ্বালাও অনাগত শিশুর আপন ঠিকানা!
হে আগামী দেশপ্রেমিক শান্তির বীজ থেকে মাটির বুকে শস্য ফলাও খাদ্যের উপাদান।
গাধার পিঠে চড়ে গাধার কাছে জানতে চেয়ো না কতোদূর পথ জীবনের ভবিষ্যৎ অংক!
কর্মের বোঝাগুলো দুঃখের সাথে বয়ে নিয়ে যাও দীর্ঘ প্রজ্ঞায় সংঘবদ্ধ তপস্যার বিবেক।
সবুজ ফসলের দেশে আবাদের খামার গড়ে তোল সময়ের গান গাও সুসংবাদ আহবান।
অনাগত সৎ কর্মশীল ধৈর্যের চাবি দিয়ে আঁধারে দরজাগুলো খুলে দাও নবীন চেতনা।
জীবন অধিকারে বংশের আঁখি প্রিয় জন্মভূমি দর্শন করো মণিমুক্তা ভরা মৃত্তিকা মূল্যবান!
দিগন্ত বেলাভূমি কতো সুন্দর দূর আসমান চন্দ্র নক্ষত্র কতো সুন্দর মাটিতে পুষ্প উদ্যান।
হতাশ হয়োনা সামনে পরিবর্তনে বাতাস ভুবন জুড়ে সত্যের বিজয় উত্তরসূরিদের মহা-ঐক্য।
শ্রমজীবী রাখাল সারা দাও মৃত্তিকার পথে পথে বাঁশি বাজাও অনাগত শিশুর কর্ণ বিজ্ঞ।
হে নব জন্ম হে কচিপাতা সামান্য বাতাসে দুলো না সংগ্রামী হও শেকড়ে রসদ আগামী।
প্রতিটি ঝরা পাতাই সাম্য সত্যের বাণী বহন করে সময়ের নতুন ডাক সূর্য কিরণ বিপ্লবী।
নিরবতা ভেঙে অভিজ্ঞতার নতুন প্রাণ জেগে ওঠো দেশপ্রেমের সত্তায় সভ্যতার জাগরণ।
নদীর সাথে হাঁটতে হাঁটতে সব কথা শেষ এখন সমুদ্রের বুকে দক্ষ নাবিক চেতনায় উত্তরসূরী!
সামনে সমুদ্র সামনে মহাসাগর সামনে নবীন বীরের দৃঢ লড়াই সাম্পদ বন্টন মুক্তির।
২৩/১২/২০২৪