লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে নৈতিক স্খলনযুক্ত ব্যক্তি মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে মডেল মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী । এঘটনায় জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর একটি রিখিত অভিযোগ প্রদান করেছেন তারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর একটার সময় গোপালপুর মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার তাবলীগ জামাতের আমির শফিউল ইমাম রুমী, শাহীনুর আলম, বৈদ্যনাথপুর মসজিদ কমিটির সেক্রেটারি ইয়াবুল হোসেন, হারেজ উদ্দিন, লালপুর বাজার মসজিদ কমটির সদস্য আল আমিন প্রমূখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে তারা বলেন আওয়ামীলীগ সমর্থক ও আওয়ামী সন্ত্রাসী দলিল লেখক ফিরোজ আল হক ভূইয়ার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাদ্দাম।
তাকে অর্থনৈতিক দূর্নীতির কারনে গোপালপুর কাসেমুল উলুম মাদ্রাসা, জৈনক মহিলার সাথে অবৈধ সম্পকের কারণে কালুপাড়া মসজিদ থেকে, বুধিরামপুর মহিলা মাদ্রাসার শিক্ষিকার সহিত অবৈধ সম্পর্কের কারনে লালপুর বাজার মসজিদের ইমাম পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এমন একজন নৈতিক স্খলনযুক্ত ব্যাক্তিকে কিভাবে উপজেলার মডেল মসজিদে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ তা আমাদের বোধগম্য নহে।
জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬/১১/২০২৪ তারিখে নিয়োগ পরীক্ষার মাধ্যমে মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে নিয়োগ দেন মডেল মসজিদ কর্তৃপক্ষ।
এবিষয়ে সাজ্জাদুর রহমান সাদ্দাম বলেন, একটি চক্র আমার বিরুদ্ধে চক্রান্ত করে বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন কথা বলছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।