পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে সোমবার সকালে পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা বিএনপি, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপুর্ত, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ, সরকারি মহিলা কলেজ, নেসকো, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়, সিভিল সার্জন, পাবনা কলেজ, জেলা বিএনপি, পাবনা প্রেসক্লাব, বনমালী, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার, পাবনা সংবাদ পত্র পরিষদ, জেল সুপার , ইসলামিক ফাউন্ডেশণ, জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ড্রামা সর্কেল, থিয়েটার ৭৭, গণমঞ্চ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে সুর্য্যদোয়ের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তপধ্বনী, পুস্পার্ঘ অর্পণ,কুজকাওয়াজ, শুটিং প্রতিযোগীতা, আলোক সজ্জা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণ এবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পুলিশ মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ
পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনা হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস২০২৪। দিবস উপলক্ষে সোমবার সকালে পুষ্পার্ঘ অর্পন, ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরুস্কার বিতরণ সহ নানা কর্মসুচী পালন করে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, উপাধ্যক্ষ মো, নায়েব আলী, গভনিং বডির সদস্য মো. নাজমুল হোসেন বিশ^াস, সহকারী অধ্যাপক মীর্জা মো. মোশারোফ হোসেন, মিজানুর রহমান, মো. রশির উদ্দিন, শাহ জামাল বাদশা, কোমল চন্দ্র দাস,রফিকুল ইসলাম সুইট, ইউনুস আলী, মো. রতন আলীসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজে
পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪ । দিবস উপলক্ষে সোমবার সকালে দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পন, ক্রীড়া অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ সহ নানা কর্মসুচী পালন করে।
গর্ভনিং বডির সভাপতি এ্যাড. নাজমুল আলম শাহীন এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, গভনিং বডির সদস্য মো. আইয়ুব আলী সরদার, সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, জালাল, মাকসুদা খুশি, মো. শহীদুল্লাহ, সাইদুল ফকির, মোকাদ্দেস হোসেনসহ শিক্ষা কর্মচারী ও শিক্ষার্থীরা।