বিজয় দিবসে ইবি সিআরসি’র আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিআরসি ক্যাম্পাস শাখার স্কুলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরসি স্কুলের পরিচালক মো. সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিআরসির সাবেক সভাপতি মো. শাহিদ কাওসার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, অর্থ সম্পাদক মো. ফাহিম মাহমুদ, স্কুল শিক্ষিকা সাধনা ইসলামসহ সিআরসি সংগঠনের অন্যান্য সদস্যরা।

সিআরসি স্কুলের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই আয়োজন। আশাকরি, শিশুরা এই চেতনায় নিজেদের গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হবে।”

সাবেক সভাপতি মো. শাহিদ কাওসার শিশুদের উদ্দেশ্যে বলেন, “লেখাপড়ায় মনোযোগী হও, পিতা-মাতার প্রতি অনুগত থাকো, ছোটদের স্নেহ করো এবং বড়দের সম্মান করো। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে দেশের সেবক হিসেবে গড়ে তোলো।”

সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনভাবে চলার সুযোগ করে দিয়েছে। তবে স্বাধীনতার এই অর্জন রক্ষা করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।”