ব্রিজে হাঁটার সময় হঠাৎ চলে এলো ট্রেন, ধাক্কা খেয়ে পড়ে গেলেন নদীতে

পাবনার চাটমোহর উপজেলায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাটমোহর স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজ থেকে নদীতে পড়ে যান। স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও মৎসজীবীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। এরপর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশের নিকট হস্তান্তর করেন।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারাই মূলত এটি তদন্ত করছে। তাদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম তার মরদেহ উদ্ধারে গিয়েছে। তবে এখনো নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, মরদেহ নিয়ে এসে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।