আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ ১৪ ডিসেম্বর বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সবুর খান, মোমিন খান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আলিমুদ্দিন, আবেদ আলী, মনসুর রহমান, হৃদয় বর্মন প্রমুখ। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবিদের সঠিক তালিকা প্রনয়ন করে তাদের রাষ্ট্রীয় সম্মননা দেয়ার দাবী জানানো হয়।